১৷ উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়ক সমূহ নির্মান, পূনঃনির্মান, পূনর্বাসনের
মাধ্যমে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ৷
২৷ উপজেলা, ইউনিয়ন ও গ্রামীণ সড়ক সমূহের উপরে ব্রীজ, কালর্ভাট ও তদসংশিষ্ট
সড়ক অবকাঠামো নির্মান ৷
৩৷ বার্ষিক মেরামত কর্মসূচির আওতায় সড়কসমূহের গ্রোথ সেন্টার ছোট বড় মেরামতের
মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা নিরবিচ্ছিন্ন রাখা ৷
৪৷ কৃষিপন্যের বিপনন ব্যবস্থা সম্প্রসারণের জন্য গ্রোথ সেন্টারের অবকাঠামো
উন্নয়ন ও উপজেলা সহ উন্নতর সড়ক নেটওয়ার্কের সঙ্গে কানেকটিং সড়কসমূহ
নির্মান ৷
৫৷ ইউনিয়ন পরিষদ ভবন নির্মান, ইউনিয়ন পরিষদ সংযোগকারী সড়ক ও সেতু
উন্নয়ন সহ নির্মিত ভবনসমূহে সর্বসাধারণের সার্বিক যাতায়াত নিশ্চিতকরণ
৬৷ নির্বাচিত গণপ্রতিনিধদের দক্ষতা বৃদ্ধি কল্পে প্রশিক্ষণ প্রদান ৷
৭৷ RERMP, RRMAIDP ও পল্লী সড়ক ও কালর্ভাট মেরামত কর্মসূচির
আওতায় দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান
৮৷ PEDP-III সহ সরকারী অর্থায়নে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের
অবকাঠামো নির্মান, পূনঃনির্মান ও ছোট বড় মেরামতের মাধ্যমে সার্বজনীন
প্রাথমিক শিক্ষা উন্নয়নে ভূমিকা রাখা ৷
৯৷ জেলা নার্সারী নির্মাণসহ সড়কের দুই পাশে বৃক্ষরোপন ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে
সামাজিক বনায়নে উদ্বুদ্ধকরণ ও দুঃস্থ মহিলাদের আর্থসামাজিক অবস্থার
উন্নয়ন ৷
১০৷ চর ও উপকৃলীয় অঞ্চলে সাইক্লোন সেল্টার ও কিলা নির্মান করে দুর্যোগকালীন
সময়ে দুর্গত মানুষকে আশ্রয় দান।
১১৷ SSWRDSP প্রকল্পের Water Retaining Structure,খাল খনন ও ভূ-
গর্ভস্থ পাইপ লাইপ স্থাপন করে সেচ ব্যবস্থা নিশ্চিতকরণের মাধ্যমে কৃষি
ব্যবস্থা উন্নয়ন ৷
১২৷ জেন্ডার উন্নয়নে নারীর আর্থ- কর্মসংস্থান ও ক্ষমতায়নে অবকাঠামো নির্মাণসহ
প্রশিক্ষণ প্রদান ৷
১৩৷ IVIDP প্রকল্পের আওতায় দরিদ্র জনগোষ্টির মাঝে আয় বর্ধক কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদান ৷
১৪৷ IVIDP ও SSWRDSPপ্রকল্পের আওতায় সমিতি গঠন করে এলাকার
আর্থসামাজিক উন্নয়নে সহায়তা করা|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস